২৭ আগস্ট, ২০২৪ ২০:৩১

জাতির দুর্দিনে আলেম-ওলামারা ছিলেন, আছেন, থাকবেন: ধর্ম উপদেষ্টা

ফেনী প্রতিনিধি

জাতির দুর্দিনে আলেম-ওলামারা ছিলেন, আছেন, থাকবেন: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতি যখন বিপদে পড়ে, আলেম-ওলামারাই তখন সবার আগে আসে। ফেনীর ভয়াবহ বন্যায়ও সারা দেশের আলেম সমাজ দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জাতিধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। জাতির দুর্দিনে আলেম-ওলামারা আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। 

আজ মঙ্গলবার ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে সাড়ে তিন লাখের বেশি আছে। এসব মসজিদ স্থানীয় লোকজনের অর্থায়নে চলে। আমরা জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি, মসজিদের তালিকা করতে। যে সব মসজিদ ওয়াকফ সম্পত্তিতে সেগুলো আমরা ওয়াকফবোর্ডের আওতায় নিয়ে একটা বেতন কাঠামো নির্ধারণ করার চেষ্টা করব। 

তিনি ফেনী সদর উপজেলার লালপুল সিলোনিয়া মাদ্রাসা, মধুপুর জামে মসজিদ ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় আলেম-ওলামাসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর