২৭ আগস্ট, ২০২৪ ২১:০৬

ফেনীতে পানিবন্দিদের মাঝে বিএনপি নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

ফেনীতে পানিবন্দিদের মাঝে বিএনপি নেতার ত্রাণ সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ১নং সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। টানা কয়েকদিন ধরে তার নেতৃত্বে টিমের সদস্যরা ফেনীর দাগনভূঞা উপজেলাসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের সবগুলো আশ্রয়নকেন্দ্রে যান। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম, হাসানপুর শাহ আরম চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, হাসানপুর প্রাথমিক বিদ্যালয়, হাসানপুর কাওসার চৌধুরী হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানা, হাসানপুর দক্ষিণ ঈদগাহ উন্নয়ন সংলগ্ন ভবন শহীদ স্মরণী তোরণ এলাকায় পানিবন্দি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। 

এসময় আবদুল লতিফ জনি বলেন, ভয়াবহ বন্যায় প্রায় ২৩ জন মানুষ ভেসে গেছে। ৫২ লাখ মানুষ আশ্রয়হীন। এরমধ্যে ১২ লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছে। ফেনী জেলার তিনটি উপজেলায় এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি। এমন পরিস্থিতি জনগণের দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় ত্রাণ দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর