২৮ আগস্ট, ২০২৪ ১৬:৪৯

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার ঘটনায় রংপুরে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার ঘটনায় রংপুরে প্রতিবাদ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় রংপুরে প্রতিবাদ সমাবেশ ও সভা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে রংপুরে কর্মরত সাংবাদিকরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাব, রিপোর্টর্স ক্লাব রংপুর, রংপুর রিপোর্টার ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিশেন রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিকরা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারিদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সংবাদপত্র এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।

নিউজ-২৪ এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সিদ্দিকুর রহমান, বাংলাভিশনের রংপুর ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর