২৯ আগস্ট, ২০২৪ ১৯:৪৮

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষে কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এনশিয়র প্রটেকশন অ্যান্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।

‘মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ে কোনও শিশু পিছিয়ে না থাকুক’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে একটি র‌্যালি বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি সদস্য হামিদ খাঁন, ফজলুল হক সুমন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক ও সামাজিক সুরক্ষা কমিটির (সিপিসি) সদস্য সুমন চন্দ্র দেউরিসহ আরও অনেকে। 

বক্তারা মানবপাচার রোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন ইপজিয়া প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর