৩০ আগস্ট, ২০২৪ ২০:২৩

‘আওয়ামী লীগ সরকারের মতো যেন বিদায় নিতে না হয়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘আওয়ামী লীগ সরকারের মতো যেন বিদায় নিতে না হয়’

কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, যারা চাঁদাবাজি, গুম, হত্যার সাথে জড়িত থাকবে, লুটতরাজ করবে, জমি দখল করবে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আঘাত করবে তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকারের মতো বিদায় নিতে হবে। 

শুক্রবার বাদ জুমা শহরের মেড্ডাস্থ সিও অফিস এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, আলী আজম, জেলা বিএনপির সাবেক  স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, সাবেক জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সভাপতি হেফজুল বারীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত ব্রাহ্মণবাড়িয়ার শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওমরসহ সকল শহীদ ও আহতদের এবং বেগম খালেদার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। 

পরে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাস্থ হিন্দু সম্প্রদায়ের সৎসঙ্গ বিহার পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সৎসঙ্গ বিহারের সাধারণ সম্পাদক স্বপন দেব, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবিএম মোমিনুল হক, আলী আজম, জেলা বিএনপির সাবেক  স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, সাবেক জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, ব্যবসায়ী মধুসুদন বণিক, ব্যবসায়ী মিহির মোহন, ব্রাহ্মণ অজয় চক্রবর্তী, ব্যবসায়ী অরুন কর্মকার প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর