৩০ আগস্ট, ২০২৪ ২০:৩৯

উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধিঃ

উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির সুফলভোগী মা অভিভাবকদের নিবন্ধিত মোবাইল ফোনের এমএফএস একাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের  স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিত করণে সামাজিক উদ্বুদ্ধকরণ দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মোছাঃ নুরজাহান খাতুন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মহীউদ্দীন জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল হকের সঞ্চালনায় উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, পরিচালক (উপবৃত্তি) ড. নাছিমা বেগম ও প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক মোঃ সানাউল্লাহ, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ ইকবাল হোসেন, শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ, মু. জামাল হুসাইন খান, মাহবুবুর রহমান, জয়পুরহাট পিটিআই সুপারিনটেনডেন্ট আব্দুর রব প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

উপবৃত্তির অর্থ বিতরণ নিশ্চিতকরণে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় জেলার প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, ইউএনও, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পিতা বা অভিভাবক, মা, ইউপি সদস্য ও পৌর কাউন্সিলরসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন বলে জানান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনাক আখতার।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর