শিরোনাম
৩১ আগস্ট, ২০২৪ ১৭:৫১

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

প্রতীকী ছবি

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে গ্রামবাসী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জনকে ভর্তি করা হয়েছে।  

শনিবার (৩১ আগষ্ট) সকাল ৯ টার দিকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে চুন্নু শেখ ও সোবাহান মাতুব্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। চুন্নু শেখের পক্ষের সেকেন মাতুব্বরের সাথে সোবাহান মাতুব্বরের পক্ষের শহীদ মাতুব্বরদের ১৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতে ২০০৫ সাল থেকে মামলা চলমান। এ জমি নিয়ে এলাকায়ও সালিশ বৈঠক হয়েছে বেশ কয়েকবার। শনিবার সকালে সোবাহান মাতুব্বরের পক্ষের শহীদ মাতুব্বররা ওই জায়গার মেহগনি গাছ কাটতে গেলে চুন্নু শেখের পক্ষের সেকেন মাতুব্বরের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের কয়েকশত লোক ঢাল, সড়কি, রামদা, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত ১৬ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত চুন্নু শেখের পক্ষের রুহুল আমীন মুন্সী (৩৫) ও মিজানুর মাতুব্বরকে (৪৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোবাহান মাতুব্বরের পক্ষের ৮ জন ও চুন্নু শেখের পক্ষের ৬ জন ভর্তি রয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোবাহান মাতুব্বরের পক্ষের প্রান্ত মাতুব্বর (১৭), রাজু মাতুব্বর (২৫), উজ্জ্বল মোল্লা (৩০),সাইদুল মাতুব্বর (৩৮), আতিকর মোল্লা (৬৫), কুদ্দুস মোল্লা (৫৮), অলি মোল্লা (২২), শের আলম মাতুব্বর (৪০) ভর্তি রয়েছে। একই হাসপাতালে চুন্নু শেখের পক্ষের সুমন মাতুব্বর (২০), উজ্জ্বল মাতুব্বর (৩৫), ফরমান শেখ (৭৫), রবিন মাতুব্বর (২২),জলীল মোল্লা (৬৫), নার্গিস বেগম (৩৫) ভর্তি রয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম এম মঈনুদ্দীন সেতু বলেন, সংঘর্ষে আহত রোগীদের কোপ ও ইটের আঘাত রয়েছে। 

এ ব্যাপারে ভাঙ্গার থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, পীরেরচর গ্রামের সোবাহান মাতুব্বর ও চুন্নু শেখের পক্ষের লোকজন গাছ কাটা নিয়ে মারামারি করেছে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর