শিরোনাম
৩১ আগস্ট, ২০২৪ ১৯:০০

ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় বাজারের আলু, পেয়াজ,মরিচ, চিড়া এবং মাংস ও ঔষুধের দোকানে অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে আলুর পাইকারী দোকানে পাকা রশিদ ও ক্রয় বিক্রয়ের মূল্য তালিকা না থাকায় মেসার্স তালুকদার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় জাহিদের মাংসের দোকানে ১ হাজার টাকা, মেয়াদউত্তীর্ন ঔষধ রাখার দায়ে মেসার্স সৈনিক মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে বাজার নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরন করা হয়। অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রুবেল মাহমুদ হৃদয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর