নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও গুলি বর্ষণের ঘটনার অভিযোগ এনে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে বাবুল শিকদার নামের এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজীর পিএস এমদাদুল হক দাদুল, নাফিজ ইকবাল, কামরুজ্জামান হীরা, আহসানুল হক কঙ্কন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাউন্সিলর জাকারিয়া, ফিরোজ ভুইয়া।মামলায় বাবুল শিকদার উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকেল চারটার দিকে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা বাবুল শিকদারের বাড়ির সামনে উল্লেখ্য আসামিরা গালিগালাজ করে। গালিগালাজের প্রতিবাদ জানালে আসামিরা বাবুল শিকদারের বসতবাড়িতে প্রবেশ করে হামলা ভাঙচুর লুটপাট চালায়। প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। লুট করা হয় ৯ ভরি স্বর্ণ। এ সময় বাবুল শিকদারের ভাগিনা আরিফ হাসান আরবের বাড়িতেও হামলা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।
এর আগে, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের বিরুদ্ধে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই দিন আইয়ুব আলী নামের ওই ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ৫৯ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করা হয়।
তারও আগে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনকে আসামি করে ২১ আগষ্ট নিহত রোমানের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৪৫ জনকে নামীয় ও ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল