শিরোনাম
৩১ আগস্ট, ২০২৪ ১৯:৪৪

মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মানিকগঞ্জের ঘিওরে আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে হয়ে গেল ইছামতি নদীর গাংডুবি বানজান এলাকায় নৌকা বাইচ।

গতকাল শুক্রবার বিকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো এলাকায় নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। নদীর পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা।

স্থানীয় গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মালিকদের টেলিভিশন, মোবাইল ফোন, চার্জার লাইট, কলসসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল মাহমুদ, বিএনপি নেতা বিল্লাল মেম্বার, জেলা যুবদল নেতা মো. স্বপন, ফারুক হোসেন, মোকাররম হোসেন প্রমুখ।

বাইচ প্রতিযোগিতায় ছোট-বড় মিলে ২০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় কোচকান্দি গ্রামের ‘গায়েন বাড়ি’ নৌকা।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি গাজী হাবিব হাসান রিন্টু বলেন, মানিকগঞ্জের ঐতিহ্যতে রয়েছে নদী ও নৌকার সরব উপস্থিতি। শত শত বছর ধরে এটি চলে আসছে। কিন্তু বর্তমান যান্ত্রিক যুগে এসে অনেকেই প্রাচীন এই ঐতিহ্য ভুলে যেতে বসেছেন। এ বিষয়ে গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণে আমাদের এগিয়ে আসতে হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর