- হোম
- দেশগ্রাম
- জামায়াত-শিবির প্রতিশোধ নিতে চায় না...
অনলাইন ভার্সন
জামায়াত-শিবির প্রতিশোধ নিতে চায় না
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত-শিবির। তাই প্রতিশোধ নিতে হলে, জামায়াত-শিবিরের নেওয়া উচিত। কিন্তু জামায়াত-শিবির প্রতিশোধ নিতে চায় না। এখন দেশ গড়ার সময়। জামায়াত-শিবির নতুন করে দেশ গড়তে কাজ করছে। শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জামায়াত নেতৃবৃন্দ।
সকালে নগরীর একটি রেস্টুরেন্টে মতবিনিময়ের আয়োজন করে মহানগর জামায়াত। এতে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমীর ড. কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি আবু মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় নেতা সিদ্দিক হোসাইন সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। জামায়াতে ইসলাম এ দেশটাকে নতুন করে গড়তে চায়। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সব দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত। এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দ্বারা সংঘটিত হয়েছে। তবে এসব মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।
তারা বলেন, পুলিশ আমাদের নির্যাতন করেছে। শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্ত সব সরকারি ও বেসরকারি স্থাপনাগুলো আমরা গুছিয়ে দিয়েছি। এসময় গণমাধ্যমকর্মীদের দেশের স্বার্থে সত্য তথ্য তুলে ধরার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এএম