৩১ আগস্ট, ২০২৪ ২২:০৪

আখাউড়ায় বিনামূল্যে চিকিৎসা পেলেন বন্যাদুর্গতরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় বিনামূল্যে চিকিৎসা পেলেন বন্যাদুর্গতরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যাদুর্গত ৩০০ জন মানুষকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধও বিতরণ করা হয়।

বানভাসিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জন চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসা প্রদান করা হয়।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এই আয়োজন করেন। ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পেইন ২০২৪ এর সার্বিক সহযোগিতায় ছিলেন আখাউড়া প্রেসক্লাব।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. আব্দুল কাদির, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর