১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৭

আইনি সেবার ব্যাপারে কোনো বৈষম্য থাকবে না: মানিকগঞ্জ এসপি

মানিকগঞ্জ প্রতিনিধি

আইনি সেবার ব্যাপারে কোনো বৈষম্য থাকবে না: মানিকগঞ্জ এসপি

মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেছেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় কোথাও পুলিশের সেবায় কোনো বৈষম্য থাকবে না। সংবিধানে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার দেওয়া আছে, সে ব্যাপারে স্বচেষ্ট থাকবো। আইনের সেবার ব্যাপারে কোনো বৈষম্য থাকবে না।  

রবিবার পুলিশ প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল উদ্দিন খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গাগীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহসম্পাদক রিপন আনসারী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার সম্পাদক আকমল হোসেন প্রমূখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর