১ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৭

৯ বছর ধরে নিখোঁজ টেকনাফের মোস্তাক, ফিরে পেতে মায়ের আকুতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

৯ বছর ধরে নিখোঁজ টেকনাফের মোস্তাক, ফিরে পেতে মায়ের আকুতি

কক্সবাজারের টেকনাফের নিজ বাড়ির সামনে থেকে ২০১৫ সালের ১১ আগষ্ট রাতে মোস্তাক আহমদকে একদল সাদা পোশাকধারী প্রশাসনের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। মোস্তাক আহমদ টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে এবং টেকনাফ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে তাকে রাজনৈতিকভাবে গুম করা হয় বলে দাবি করেন মা আমিনা খাতুন ।

ঘটনার পরদিন ১২ আগস্ট রাতে তার বাবা জাফর আহমদ চেয়ারম্যান টেকনাফ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছিলেন।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মোস্তাকের মা আমেনা খাতুন জানান, তার ছেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ছেলের খোঁজে বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছেন তিনি। তবে কেউ কোনো খোঁজ দিতে পারেনি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে মোস্তাকের মা। এতে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

আমেনা খাতুন বলেন, ‘দেশের কোনো থানায় আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। সে কোনো অপরাধের সঙ্গেও জড়িত নয়। কেন আমার ছেলেকে গুম করা হল।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর