নাটোরের হয়বতপুরে মাদ্রাসার অধ্যক্ষের কাছে ১০ লাখ টাকার চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।
রবিবার সকাল ১০ টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় হয়বতপুর গোলাম ইয়াছিনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অধ্যক্ষ মাহাবুব হাসান শরীফ বলেন, গত ২৭ আগস্ট দুপুরে কতিপয় সন্ত্রাসী মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রয়োজনে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে পুরো বাজার ঘুরানো হবে বলেও হুমকি দেয়া হয়। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন উপাধ্যক্ষ মওলানা মো. শাজাহান আলী, প্রভাষক মওলানা নূরুন নবী ও মো. শরীফুল ইসলাম প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল