১ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৩৯

সাতক্ষীরায় চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় চোরাকারবারি আটক

প্রতীকী ছবি

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ করেছে বিজিবি। রবিবার ভোররাতে চালানো এ অভিযানে আটক করা হয়েছে মোহাম্মদ গাজী নামে এক চোরাকারবারি। তিনি সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবির হাতে আটক হন চোরাকারবারি মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি, ২ কেজি হেরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল। বিজিবির তথ্যমতে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর