নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী।
রবিবার বিকেল ৫টায় সদর উপজেলার গুপ্তাঙ্ক দেবালয়ে আনুষ্ঠানিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। তিনি বলেন, হিন্দু ও মুসলমানের মধ্যে কোন ভেদাভেদ নেই। অর্থাৎ আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। নিপুণ রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা পতনের পর একজন আওয়ামী লীগ নেতাও নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন না। তিনি বলেন, মুসলমানের যে অধিকার আছে, হিন্দুদের সে অধিকার আছে। আমরা সবাই বাংলাদেশি। সংখ্যালঘু বলে কোন কথা নেই। এই সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কোষাধ্যক্ষ আবু নাছের, জেলা বিএনপি নেতা এডভোকেট শাহাদাত হোসেন, ভিপি জসিম, ভিপি পলাশ, যুবদলের জেলা সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন।
বিডি প্রতিদিন/নাজমুল