২ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৩

হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: কামাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি

হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: কামাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসুর সাবেক ভিপি সায়েদুজ্জামান কামাল বলেছেন, ‘শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বাঞ্ছারামপুরের মাটিতে বিচরণ করছে। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাঞ্ছারামপুরের আওয়ামী প্রেতাত্মাদের ছাড় নাই। তাদেরকে কোন অন্যায়-অনাচারে প্রশ্রয়  দেওয়া হবে না। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি শান্তিপ্রিয় সাংগঠনিক দল, আওয়ামী লীগের দোসরা যদি শান্তিপ্রিয় বিএনপি এবং সাধারন মানুষদের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও  জাতিসংঘের সাবেক কর্মকর্তা কৃষি পৌকশলী ডক্টর মোঃ সাইদুজ্জামান কামাল।

তিনি বলেন, বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা শহীদ নয়ন হত্যার দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টাতমূলক শাস্তি প্রদান করতে হবে। শহীদ নয়নের রক্ত বৃথা যেতে পারেনা। নয়ন হত্যার সাথে জড়িতদের বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কখনোই ছাড় দেবে না।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ,  যুক্তরাজ্যের ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম এবং ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ভিপি নাজমুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল,উপজেলা বিএনপির সদস্য কবির হোসেন, শহিদ নয়নের পিতা মো: রহমত উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আউলাদ হোসেন মোল্লা, উপজেলা জাসাস আহ্বায়ক আব্দুস ছালাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,উপজেলা শ্রমিক দল আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদল আহ্বায়ক ইমান আলী, পৌর জাসাস আহ্বায়ক আবু কালাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক মীর মোশাররফ হোসেন।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর