বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে চলাচলরত খেয়া নৌকার ভাড়া শিক্ষার্থীদের জন্য ফ্রি করা হয়েছে। ১২ বছরের নিচে শিক্ষার্থীদের ক্ষেত্রে খেয়া নৌকায় ভাড়া লাগবে না।
বগুড়া জেলা প্রশাসন এ সম্পর্কিত সিদ্ধান্তপত্র প্রকাশ করেছে। এছাড়া তিন বার পারাপারের পরিবর্তে ৫ বার চালুর সিদ্ধান্ত এবং টোলসহ ভাড়ার তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শন করার কথাও বলা হয়েছে। গত ২৮ আগস্ট বগুড়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে অবস্থিত কালিতলা খেয়াঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটের টোল এবং ভাড়ার তালিকা উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে। পূর্বে চলমান ৩ বার পারাপারের পরিবর্তে সেটি ৫ বার করা হবে। যা সকাল ৯ টা, বেলা ১১ টা, দুপুর ১ টা, বিকাল ৩ টা ও ৫ টায়। ১২ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের খেয়া পারাপার সম্পূর্ণ ফ্রি করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে গমনের জন্য শিক্ষার্থীদের পারাপারেও কোনো টাকা লাগবে না। যাত্রী সাধারণের সাথে ব্যবহার ও খেয়াঘাট সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার বিষয়ে ইজারা গ্রহীতা তার নিযুক্ত কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিত করবেন।ঘাটের ইজারাদার শাহজাহান আলী মোল্লা জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়া জেলা পরিষদের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তৌহিদুর রহমান জানান, বগুড়া জেলা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে তদারকি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল