২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:০৪

টঙ্গীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

টঙ্গী প্রতিনিধি:

টঙ্গীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় নিশাত ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে মেলাটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো.সালাহ্ উদ্দিন। 

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম.এ বাতেন এর সভাপতিত্বে,উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শিক্ষক হাসনা হেনা,রিয়াদ ও আরমান আকবর প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা আজকের এই মেলার মাধ্যমে ভবিষৎ সম্ভাবনা তুলে ধরেছেন। দেশ গড়ার কারিগর হিসেবে তারা কেউ বিজ্ঞানী হতে চায়,কেউ ইঞ্জিনিয়ার হতে চায়,কেউ পাইলট হতে চায়। আগামীদিনে সুন্দর দেশ গড়ার লক্ষে তাদের দাঁড়াতে হবে মেলার মাধ্যমে এমনটাই জানান দেন। প্রধান অতিথি ছাত্রদের উদ্যেশে আরো বলেন, আমরাও দেশ গড়ার কাজে সম্পৃক্ত হতে চাই। সেই সাথে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না, যা শরিয়ফ থেকে শরিফা হয়। এ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা আদর্শ শিক্ষা ব্যবস্থা চাই। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর