টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করে মো. সাইফুল ইসলাম সানতু মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি বলেছেন, আমি টাঙ্গাইলবাসী হয়ে দেশের মধ্যে সেরা জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইলের মানুষের সেবা করতে চাই। সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা পেলে অবশ্যই একটি পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ টাঙ্গাইল গড়ে তুলতে পারবো।
রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের সভাকক্ষে টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাবে সমর্থন জানিয়ে প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি জনগণের সহযোগিতারও প্রয়োজন রয়েছে। গত ৫ আগষ্ট পর্যন্ত টাঙ্গাইলে পুলিশের পাশে দাঁড়িয়ে জেলার সাংবাদিকরা যে উদাহারণ সৃষ্টি করেছে তা পুলিশ বাহিনী স্মরণ রাখবে।মতবিনিয় সভায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেক, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম সানতু ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন তিনি এপিবিএন, র্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য তিনি বিপিএম পুরস্কারে ভূষিত হন।
বিডি প্রতিদিন/হিমেল