৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৮

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের পদত্যাগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের পদত্যাগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চাকরি জাতীয়করণ, শিক্ষক সমিতি জেলার আহ্বায়ক ও ডেমাজানি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্মচারীদের পদত্যাগ, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের সাতমাথায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের সভাপতিত্বে ও বাশিস জেলা যুগ্ম আহ্বায়ক মো. মাহিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বগুড়া জেলার সদস্য সচিব ও ঐক্যজোট জেলার সিনিয়র সহ সম্পাদক মিজানুর রহমান, অধ্যক্ষ মাহবুবুল আলম, কর্মচারী ফেডারেশনের জেলার সম্পাদক বি.এম ওবাইদুর রহমান বেনু, জাহাঙ্গীর আলম।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির নেতা মো. বেলাল উদ্দিন, খন্দকার আব্দুল ওয়াদুদ, তোফায়েল আহম্মেদ, আব্দুল করিম, হারুন অর রশিদ, অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, বুলবুল হোসেন, আলাউদ্দিন, নূর মোহাম্মদ শহীদ, সোহেল রানা, বখতিয়ার হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর