৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২০

বগুড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালন

গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার আয়োজনে ছাত্র-জনতার শহীদি মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলে শিক্ষার্থীরা সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক, শহীদদের কারণে, ভয় করি না মরণে, শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না, ‘আজকের এই দিনে শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে সাতমাথা বৈষম্যবিরোধী মুক্তমঞ্চে সমাবেশ করা হয়।
 
সমাবেশে বক্তব্য দেন সাকিব খান, নিয়তি সরকার নিতু, সাব্বির আহম্মেদ রাজ, শাওন, আলভি, আকিব, জাকিরুল ইসলাম, সৈকত হাসান, এ্যাডভোকেট এজাজ আল ওয়াসি জিম, আজিম প্রমুখ। বক্তব্যে তারা বলেন, ঠিক এক মাস আগে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।  

তারা আরো বলেন, সময় এসেছে এখন সংস্কারের। আমাদেরকে বিভাজনের নীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর