৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২২

চাঁপাইনবাবগঞ্জে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েছে

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে লাইসেন্স নেয়া সব আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া সময়ের মধ্যেই অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্সধারীরা। জেলা প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণের পর ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়। পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স নেয়া আগ্নেয়াস্ত্রগুলো জেলার ৫টি থানায় জমা দেন মালিকরা। সাধারণ ডায়েরী (জিডি) করে আগ্নেয়াস্ত্রগুলো জমা নেওয়া হয়। 

পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ পরির্দশক মো. ওবাইদুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স নেয়া বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, যেগুলো জেলার বাইরে ব্যবহৃত হয়। তবে ওইসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের কাছে ইনফরমেশন স্লিপ জমা দিয়েছেন মালিকরা। বাকিরা নিজে এসে বা প্রতিনিধির মাধ্যমে সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। তিনি বলেন, প্রতিনিধির মাধ্যমেও আগ্নেয়াস্ত্র জমা দেয়ার সুযোগ ছিল। তাই যারা আত্মগোপনে আছেন বা অন্য কোন কারণে আসতে পারেননি তারা প্রতিনিধির মাধ্যমে আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। 
অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-এডিএম মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, সাড়ে ১৫ বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১০৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। এরমধ্যে দুইজন লাইসেন্স নিলেও আগ্নেয়াস্ত্র  কেনেননি। তবে বাকি ১০৭ জন সংশ্লিষ্ট থানার মাধ্যমে আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর