ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের প্রত্যন্ত চান্দাইসার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার গ্রামের সফিক মিয়ার ছেলে সবুজ মিয়ার (২০) সাথে একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে শরীফ মিয়ার (১৯) একটি মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায় মজলিশপুর গ্রামের শরীফ মিয়ার পক্ষের লোকজন চান্দাইসার গ্রামের সবুজ মিয়াকে মারধর করে।বৃহস্পতিবার বিকেলে মজলিশপুর ও চান্দাইসার গ্রামের লোকজন চান্দাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মীমাংসার জন্য বসলে আবারো উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই