গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় অভয়াশ্রমের সুফলভোগীদের মাঝে জাল ও নৌকা প্রদান করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর এলাকার মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে ১টি ইঞ্জিনচালিত ট্রলার ও ৪টি কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে ৪টি মাছ ধরার জাল জেলেদের হাতে তুলে দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ (অপু)।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাফেজা বেগমসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনতা।বিডি প্রতিদিন/এমআই