৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫১

কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় শহীদি মার্চ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিভিন্ন উপজেলায় শহীদি মার্চ অনুষ্ঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচি গতকাল কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা শহরের কলেজ মোড়ের দোয়েল চত্ত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ শিক্ষাথীদের ব্যানারে শহীদি মার্চ পালন উপলক্ষে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে মিলিত হয়।

এরপর এক সমাবেশে বক্তব্য রাখেন মিনারুল ইসলাম, নাজমুস সাকিব শাহী,সাব্বির হোসেন রাহাত, আল আকসা সৌখিন ও ফয়সাল আহমেদ সাগর প্রমুখ। এ সময় কোটা বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর