শিরোনাম
৭ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৪৭

ফেনীতে এখনও পানিবন্দি লাখো মানুষ

ফেনী প্রতিনিধি

ফেনীতে এখনও পানিবন্দি লাখো মানুষ

ফেনীতে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। শুক্রবার ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের উত্তর ও দক্ষিণ আবুপুর গ্রামের কোথায়ও হাঁটুপানি আবার কোথায়ও কোমর পানি দেখা গেছে।

জানা গেছে, এখন জেলার প্রায় ১৫ গ্রামের লাখো মানুষ পানিবন্দি রয়েছেন। এসব গ্রামের গ্রামীণ সড়কসহ বাড়িঘর এখনও পানিতে তলিয়ে আছে।

জেলার ৫৫৯ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫০টি ও ৩৫১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৪০টি খুলেছে। বন্যায় জেলায় মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। জেলার প্রায় ১০ লাখ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, জেলার ২২টি আশ্রয় কেন্দ্রে এখনও ৪ হাজারের বেশি আশ্রিত রয়েছে। বন্যায় জেলার প্রায় সড়ক ভেঙে গেছে, পোল্ট্রি ও মৎস্য খাত সম্পূর্ণ রুপে ধ্বংস হয়ে গেছে। কৃষি জমিগুলো তলিয়ে গেছে। পুঁজি হারিয়ে অনেকে পথে বসার উপক্রম হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর