৮ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৪৪

প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

প্রাথমিকের ডিজির অপসারণের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নানা অনিয়ম, সহকর্মীদের সাথে অসদাচরণসহ নানা অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের অপসারণের দাবিতে নরসিংদীতে মানববন্দন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

রবিবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধনে অংশ নেন জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ দিন ধরে কলম বিরতি চলমান রয়েছে। আজ থেকে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা শিক্ষা অফিস, পিটিআই ও ইউআরসির সকল কর্মকর্তা-কর্মচারী এক ঘণ্টার কর্মবিরতি অব্যাহত রাখেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

তারা বলেন, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ সহ নানা অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত ডিজি প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোন ধারণা না থাকলেও এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগ দখল করে বসে রয়েছেন। এই ডিজি এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের মত একটি গুরুত্বপূর্ণ পদ হতে অনতিবিলম্বে অপসারণ করে তার পরিবর্তে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানিয়েছেন তারা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর