বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় কমিউনিটি ডায়লগ হয়েছে। রবিবার বিকেলে নগরীর মোহম্মদপুরে এলাকায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা তথ্য অফিসের পরিচালক মো. রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখনও বর্ষার মৌসুম শেষ হয়নি। ডেঙ্গুর প্রভাব দেখা দিতে পারে। ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। রাতে বা দিনে ঘুমাতে হলে মশারি টাঙ্গাতে হবে।
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। ২০ বছরের আগে সন্তান ধারণ করা যাবে না। সন্তান জন্ম হবে ক্লিনিকে। স্থানীয় কোন ধাত্রীর হাতে সন্তান প্রসব করানো উচিত নয়। সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন করাতে হবে। এটা তার জন্মগত অধিকার।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য দপ্তরের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান। তিনি বলেন, নারীদের সংসারের কাজের সাথে ঘরে বসে আয় বৃদ্ধিমূলক কাজ করতে হবে। তবে সংসারে স্বচ্ছলতা আসবে। নিজের ভাগ্য উন্নয়নে নিজেদের কাজ করতে হবে। শিশুদের পড়াশোনা করাতে হবে। সামান্য টাকার জন্য হোটেলে কাজে দেওয়া যাবে না।
বিডি প্রতিদিন/এএম