১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৬

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাক চাপায় অজ্ঞাত (২২) এক নারী শ্রমিক নিহত হয়েছে। শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলা হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় অজ্ঞত এক নারী শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। নিহতের খবরটি ছড়িয়ে পড়লে আশপাশে পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা ওই ঘাতক ট্রাককে আটকে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায়  চালককে আটক করে রাখেন গার্মেন্টস শ্রমিকরা। 

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, নারী শ্রমিকের নিহতের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং ঘাতক ট্রাককে আগুন দিয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর