শিরোনাম
১১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪২

মুন্সিগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা ব্রিজের টোল প্লাজা থেকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

সর্বশেষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তি হচ্ছে মানুষের, তবে দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর