১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪১

বগুড়ায় আন্দোলনে নিহত সেলিমের পরিবারকে জামায়াতের অনুদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় আন্দোলনে নিহত সেলিমের পরিবারকে জামায়াতের অনুদান

বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহরের ইসলামপুর হরিগাড়ী গ্রামের স্কুলশিক্ষক শহীদ সেলিম হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকার এই অনুদান দেওয়া হয়।

শুক্রবার সকালে নিহতের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। 

এদিন শহীদের বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে স্টেডিয়াম সাংগঠনিক থানা জামায়াতের আমির মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক। এসময় আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়র বজলুর রহমান, স্টেডিয়াম থানা সেক্রেটারি প্রভাষক হোসাইন মো. মানিক, থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, আবু সুফিয়ান পলাশ, ১৪ নং ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফ প্রমুখ। শেষে শহীদ সেলিম ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর