১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৫

কুষ্টিয়ায় ভাঙন ঠেকাতে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ভাঙন ঠেকাতে মহাসড়ক অবরোধ

পদ্মার ভাঙন ঠেকাতে শুক্রবার দুপুরে কুষ্টিয়া-ইশ্বরদী জাতীয় মহাসড়কের সাতমাইল, বহলবাড়িয়া এলাকার কয়েকটি পয়েন্টে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে দ্রুত বাঁধ নির্মাণের দাবি করেন। এ কর্মসূচিতে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকে যায়। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

পদ্মার ভাঙন ঝুঁকিতে হুমকির মুখে কুষ্টিয়া মিরপুর ও ভেড়ামারা উপজেলার চারটি ইউনিয়ন। প্রতিবছরই ভাঙনের ফলে হাজার হাজার একর ফসলী জমি বিলিন হয়েছে পদ্মার গর্ভে। এবারের পানির চাপে পদ্মার ভাঙন এখন মহাসড়কের কাছাকাছি। এছাড়াও জাতীয় গ্রীডের প্রধান বিদ্যুৎ সংযোগ লাইনের খুঁটিও ঝুঁকির মধ্যে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর