১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৬

রাঙামাটিতে জশনে জুলুছ পালিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে জশনে জুলুছ পালিত

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাঙামাটিতে জশনে জুলুছ আয়োজন করেছেন ধর্মপ্রাণ মসল্লিরা। শুক্রবার দুপুর আড়াইটায় রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদের সামনে এসে শেষ হয়। 

দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের মসল্লিরা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশগ্রহণ করেন।  জশনে জুলুছে নেতৃত্ব দেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আবদুল আলিম রেজভী। 

এসময় রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী ও পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। পরে জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর