১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৫

রাঙামাটিতে পাহাড় ধস নিয়ে সতর্ক করে মাইকিং

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পাহাড় ধস নিয়ে সতর্ক করে মাইকিং

সমুদ্রে নিন্মচাপ, তাই পাহাড়ে বৃষ্টি। তা দেখে উৎকণ্ঠায় পাহাড়বাসি। পাহাড় ধসে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে চলছে সতর্কতা মাইকিং। আবহাওয়া অফিস বলছে, সমুদ্র বন্দরে এখনো রয়েছে ৩নং সতর্কতা সংকেত। তাই নিন্মচাপ অব্যাহত থাকবে ১৩টি জেলার সাথে রাঙামাটিতেও। হতে পারে ৮০মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত।

রাঙামাটি শহর ঘুরে দেখা গেছে, রাঙামাটি শহরের প্রবেশমুখ অর্থাৎ শিমুলতলী, রূপনগর, লোকনার্থ মন্দির, বেতার কেন্দ্র ও টেলিভিশন কেন্দ্র সংলগ্ন আশপাশের প্রায় ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ। প্রতিবছর বর্ষাতে ওই সব পাহাড়ে হয় মাটি ধস। তাই বৃষ্টি দেখলে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে পাহাড় বাসিন্দাদের। 

তবে কড়া নিদের্শ আর নজরদাড়ি বাড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। গঠন করা হয়েছে পাহাড় ঘিরে আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি হলে ওই সব দল ছুটে যায় পাহাড়বাসির কাছে। পাহাড় থেকে মানুষকে নিয়ে আসে আশ্রয় কেন্দ্রে। 

সংশ্লিষ্টরা বলছে, ২০১৭ সালের পর রাঙামাটিতে ঘটেনি তেমন কোন ভয়াবহ পাহাড় ধসের ঘটনা। পাহাড় ধসলেও হয়নি প্রাণহানি। ২০১৭ সালে ১২০ জন পাহাড়ের মাটি চাপা পড়ে  প্রাণহানির ঘটনার পর নড়েচরে বসেছে প্রশাসন। তাই সামান্য বৃষ্টি দেখলে ছুটে যায় পাহাড়ে প্রশাসনের বিশেষ দল। 

রাঙামাটি আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হুমায়ন বলেন, সমুদ্র বন্দরে নিম্নচাপ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। বৃষ্টি হলেও ভারি বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে ঝড়ো হাওয়া আছে। তবুও পাহাড়বাসীকে সতর্ক থাকতে হবে। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর