১৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৪

সংঘর্ষের দুই সপ্তাহ পর কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

সংঘর্ষের দুই সপ্তাহ পর কলেজছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই গ্রুপের পিকনিক করা নিয়ে সংঘর্ষে আহত কলেজছাত্র দুই সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

নিহত রাব্বির হোসেন (২০) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। 

গত ৩০ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় পিকনিক নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে রাব্বি আহত হলে তাকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে রাব্বিরের মৃত্যু হয়।

পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা টোকেন চৌধুরী ও মাহী বিশ্বাসের দুটি গ্রুপ পিকনিক করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। টোকেন চৌধুরী গ্রুপের আহত রাব্বিরের পরিবারের পক্ষ থেকে ঘটনার পরের দিন থানায় মামলা করে।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতের খবর আসার পরও এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর