১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৭

সন্ত্রাস-চাঁদাবাজ-জঙ্গিবাদ চলবে না: কবির আহমেদ ভূইয়া

বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সন্ত্রাস-চাঁদাবাজ-জঙ্গিবাদ চলবে না: কবির আহমেদ ভূইয়া

আলোচনা সভায় বক্তব্য রাখেন কবির আহমেদ ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ঐক্যের প্রতীক কেন্দ্রীয় নেতা কবির আহমেদ ভূইয়া বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ কিছুই চলবে না। স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু প্রেতাত্মারা বাংলার মাটিতে লুকিয়ে আছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লুটেরাদের সাথে বিএনপির কেউ গোপনে ব্যবসা-বাণিজ্য করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই হবে বাঙ্গালি জাতির অভিভাবক।

রবিবার ব্রাহ্মণবাড়িয়া এ কে এম মুছা মার্কেটে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা তাইয়ান আহমেদ ফাহাদের কবর জিয়ারত করতে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ভিপি এ কে এম মুছা, কেন্দ্রীয় যুবদল সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সরকার, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কালাম।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর