১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৬

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁসি দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামীর বাড়িঘর ভেঙ্গে দিয়েছে স্ত্রীর স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর এলাকায়। দুই বছর বয়সী এক শিশুপুত্রের জননী ওই গৃহবধূর নাম রেফা খাতুন (২২)। তিনি ওই এলাকার আতিকুর রহমানের স্ত্রী ও পাশের ফুলপাড়ার এলাকার রউফ মিস্ত্রির মেয়ে।

স্থানীয়রা জানান, গত রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জগদীশপুর এলাকার আতিকুর রহমানের (২৫) সাথে স্ত্রী রেফা খাতুনের পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। রাত ৯টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে স্ত্রী রেফা খাতুন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝোলেন। এ সময় ওড়না ছিঁড়ে মেঝেতে পড়ে গেলে সে শব্দে স্বামীসহ বাড়ির লোকজন জেগে উঠে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য সাথে সাথে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বগুড়ায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে বগুড়ার শজিমেক হাসপাতালে রেফা মারা যান।

এদিকে পাশের এলাকার নিহত গৃহবঁধুর বাবার বাড়ির লোকজন মৃত্যুর সংবাদ পেয়ে স্বামীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, হাসপাতাল থেকে গলায় ফাঁসি দিয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যুর বিষয়টি তাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর