১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৩৫

ফুলগাজীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ মেডিকেল ক্যাম্প

ফেনী প্রতিনিধি


ফুলগাজীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ মেডিকেল ক্যাম্প

 

ফেনীর ফুলগাজীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর যৌথ আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পটির মাধ্যমে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। 

অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মোস্তাক রহিম স্বপন, বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো আবু নাছের, অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, ডা. সারোয়ার, ডা. মোবারক হোসেন দুলাল, ডা. মেহবুব কাদির, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. লাবিব, ডা. আকাশ, ডা. মোজাম্মেল, ডা. অহিদ মাসুম, ডা. দীপু, ডা. পাভেল, ডা. শাহীন আক্তার, ডা. সুরাইয়া আক্তারসহ আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

ড্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফেনীর সোনাগাজীর কৃতি সন্তান ডা. মো আবু নাছের জানান, ড্যাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো আবু নাছের জানান, বন্যাকবলিত এলাকা গুলোর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ফেনী জেলা। বন্যার পানি নেমে গেলেও এর প্রভাবে এই এলাকার মানুষের মধ্যে পানিবাহিত রোগ, পেটের পীড়া, চর্মরোগসহ বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়েছে। তাই তাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। 

এসময় ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.  ইয়াছিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্বাবধানে যৌথ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর