২০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২২

দিনাজপুরে হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে। তবে হাসপাতালে ভর্তি রোগীর সবাই ঢাকা ফেরত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।  

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন পুরুষ ও দুই নারী চিকিৎসাধীন রয়েছেন। তারা ঢাকা ফেরত। কেউ ডেঙ্গু নিয়ে ঢাকা থেকে এসেছেন, আবার কেউ ঢাকা থেকে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন। তবে সবাই শংকামুক্ত। মঙ্গলবার থেকে তারা ভর্তি রয়েছেন।

তাদের মধ্যে দিনাজপুরের শহরের তামান্না ও নুসরাত। গত বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে তারা ভর্তি হন। নুসরাত সোমবার ঢাকা থেকে জ্বর নিয়ে দিনাজপুরে আসেন। এরপর মঙ্গলবার পরীক্ষা করার পর শনাক্ত হলে হাসপাতালে ভর্তি হন। একই অবস্থা তামান্নারও। ডেঙ্গু আক্রান্ত মোহাম্মদ মুন ও মিজানুর রহমানও ঢাকা ফেরত। মোহাম্মদ মুন ঢাকায় প্লাস্টিক কারখানায় ও মিজানুর রহমান গার্মেন্টস কর্মী। তারা ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানায়।

এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে জুনে দুজন, জুলাইয়ে পাঁচজন, আগস্টে ১৮ ও চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর