শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৫৩

গলাচিপায় প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবি নিয়ে সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাথমিকের সহকারি শিক্ষকরা। 

শনিবার  (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন গলাচিপা উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষকরা।

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হবে, ততদিন আন্দোলন চলবে।

মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুদ্দিন, রতনদীতালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান, সুহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. খবির হোসেন, বড়মুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফরহাদ তালুকদার, দক্ষিণ ছোটগাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আহসান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক -শিক্ষিকা মানববন্ধনে অংশগ্রহণ করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর