শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১৯

আসামির জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি:

আসামির জামিন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়ায় আসামির জামিন বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হাসিনা সরকার পতনের দিন ৫ আগস্ট হত্যাচেষ্টার এক মামলায় ৬ আসামিকে জামিন দেওয়ায় রবিবার দুপুরে বিক্ষোভ করেন তারা। এসময় তারা 'জামিন মানি না, অবিলম্বে বাতিল কর' বলে স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেছেন, অবিলম্বে আসামিদের জামিন বাতিল না করা হলে আন্দোলন চলবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, আইন অনুযায়ী কেউ জামিন পেলে কোনো আপত্তি নেই।  তবে যে মামলার বয়স মাত্র চারদিন, সেই মামলায় আসামিরা কিভাবে জামিন পান।

৫ আগস্টের ঘটনায় ভাইকে হত্যাচেষ্টার অভিযোগে ৭৮ জনের নাম উল্লেখসহ প্রায় শতাধিক আসামি করে মামলা করেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়ার বাসিন্দা জিলহজ হোসেন। ওই মামলা গ্রেপ্তার দেখানো কুষ্টিয়ার পৌরসভার তিন কাউন্সিলর সাইফ উল হক মুরাদ, আনিস কোরাইশী ও নজরুল ইসলামকে। রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাদের জামিন দেন। এরপরই আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর