শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৮

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।অআজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

আগামী ৯ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। সভায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা পরিকল্পনা করা গ্রহণ হয়। সভায় বলা হয়, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাংলাদেশি। ধর্মীয় রীতি পালনে প্রত্যেকের সমান অধিকার। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার সিংহ রায়, সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী প্রমুখ। 

পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, এবছর জেলার ৪ উপজেলায় ১০২টি মণ্ডপে পূজা উদযাপন হবে। এবার প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবক থাকবে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতীমা বিসর্জনের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর