২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৫

ভাঙ্গায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ভাঙ্গায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

ভাঙ্গায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন চলে। মানববন্ধন শেষ ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাঙ্গার তারাইল এ এস আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দীন খান, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম আলী, ব্রাহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিনসহ ভাঙ্গার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার  শিক্ষক উপস্থিত ছিলেন। 

উপস্থিত একাধিক শিক্ষক বলেন, গত সরকারের আমলে বৈষম্যমূলক কিছু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর