২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৯

পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

গোপালগঞ্জ প্রতিনিধি

পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এমপিওভূক্ত শিক্ষকরা। জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে প্রথমে মানববন্ধন করে জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

প্রায় আধাঘণ্টা মানববন্ধন শেষে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম ও বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নীহার কান্তি বাছাড় স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

এসময় গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর