২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৪

ফেনীর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন গাজী আরিফ

ফেনী প্রতিনিধি

ফেনীর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন গাজী আরিফ

ফেনী জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৪ হয়েছেন গাজী আরিফ মান্নান। এর আগে চলতি বছর তিনি ফুলগাজী উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান হয়। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি হিসেবে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও সদস্য-সচিব নাসির উদ্দিন আহমেদ ও অন্যান্য সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে এই বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।

এর আগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল বিজয়ীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অফিস আদেশ জারি করা হয়। 

জানা যায়, গাজী আরিফ মান্নান ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ইতোমধ্যে তিনি পেশাগত ও লেখালেখিতে সুনাম অর্জন করেন। তিনি একাধারে ছড়াকার ও শিশুসাহিত্যিক। তার দুইটি একক গ্রন্থ প্রকাশনা রয়েছে। প্রতিনিয়ত শিক্ষা বিষয়ক ও সামাজিক সচেতনতা বিষয়ে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় কলাম এবং প্রবন্ধ লিখে থাকেন। 

এছাড়া ২০২৪ সালে জেলায় শ্রেষ্ঠত্বের পদক প্রাপ্ত অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা হলেন-

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আরা বেগম (দাগনভূঞা ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সুকান্ত নন্দী (প্রধান শিক্ষক, পরশুরাম বাঁশপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন কাউছারা আক্তার (প্রধান শিক্ষক, দাগনভূঞা বাগডুবি স.প্রা.বি.)।
শ্রেষ্ঠ কাব শিক্ষক শেখ মো. শাহ আলম (সোনাগাজী উত্তর পশ্চিম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)। 
শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হলেন মোহাম্মদ আবদুল মোতালেব (সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফেনী সদর)। 
শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হলেন নজরুল ইসলাম (উপজেলা শিক্ষা অফিসার, সোনাগাজী)। 
শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী সদর।

ফেনী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় গাজী আরিফ মান্নান সকল সহকর্মী, জেলা-উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবার ও শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর