২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪৭

এক দফা দাবিতে পঞ্চগড়ে নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বারকলিপি প্রদান

পঞ্চগড় প্রতিনিধি

এক দফা দাবিতে পঞ্চগড়ে নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বারকলিপি প্রদান

এক দফা দাবিতে পঞ্চগড়ে নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের স্বারকলিপি প্রদান

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির এক দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পঞ্চগড়ের নন-এমপিও শিক্ষকরা।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্বারকলিপি প্রদান করেন তারা । এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের। 

এসময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খাঁ-সহ জেলার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে তৎকালীন সরকারের বৈষম্যের বিভিন্ন অভিযোগ তুলে বেতনহীন শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা, বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিওভুক্তির দাবি জানান তারা।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর