২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৯

ফরিদপুরে মাদকসহ গ্রেফতার ৪

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদকসহ গ্রেফতার ৪

ফরিদপুরের ভাঙ্গায় ৮ লাখ ৩১ হাজার টাকার মাদকসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি দল। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-১০ এর কার্যালয়ে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে জালাল উদ্দিন (২৬), মুন্সিগঞ্জ জেলার পূর্ববুরদিয়া এলাকার শহিদুল ইসলাম হাওলাদের ছেলে মো. জীবন ইসলাম সাজ্জাদ (৩০), যশোর জেলার শংকরপুর এলাকার আশরাফ মোল্যার ছেলে মিন্টু মোল্যা (৩৫) ও চুয়াডাঙ্গা জেলার বান্তপুর এলাকার শাহাজাহান বিশ্বাসের ছেলে আনিসুজ্জামান তুহিন (৩৬)। 

র‌্যাব জানায়, ফরিদপুরের ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকার দিকে চার মাদক ব্যবসায়ী দুটি মোটরসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা টোলপ্লাজায় অস্থায়ী চেক পোস্ট বসায় র‌্যাব-১০। মোটরসাইকেল নিয়ে ওই মাদক কারবারিরা ভাঙ্গা টোলপ্লাজায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলে ঝুলানো দুটি ব্যাগ তল্লাশি করে ৮ লাখ ৩১ হাজার টাকা মূল্যমানের ২৭৭ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারী দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় মাদক আইনে ভাঙ্গা থানায় মামলা দিয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। পরে আদালত চার মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর