২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪১

অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে বাংলাদেশি আটক

দিনাজপুর প্রতিনিধি

অবৈধ অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে বাংলাদেশি আটক

প্রতীকী ছবি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার সকাল ৯টায় হিলি সীমান্তের ২৮৫/১৪ সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় হিলি আইসিপি ক্যাম্পের বিজিবির সদস্যরা তাকে আটক করেন। আটককৃত মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের ইসরাইল আলীর ছেলে। 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফুল ইসলাম জানান, আটককৃত মিজানুর রহমান ৬ মাস পূর্বে দালালের মাধ্যমে অবৈধভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে চিকিৎসা জন্য আত্মীয়র বাড়ি যান। এরপর শনিবার দেশে ফেরার জন্য হিলি সীমান্তের ২৮৫ সীমান্তের ১৪ সাব পিলার এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর